শিরোনাম
যুক্তরাষ্ট্রে মহররম আশুরা উপলক্ষে সমাবেশ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৩:২৭
যুক্তরাষ্ট্রে মহররম আশুরা উপলক্ষে সমাবেশ
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহররম আশুরা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ‘মুসলিম মিললাতের মহান জাতীয় শহীদ দিবস’ শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ব সুন্নী আন্দোলন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে কুইন্সের জ্যামাইকায় এ সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাষ্ট্রের সভাপতি জাকের আহসান, মাসুদ আসরার, আলী আব্বাস, তসলিমা লিমা এবং আবরার আমজাদ। তারা তাদের বক্তৃতায় সবাইকে স্মরণ করিয়ে বলেন, সমগ্র মানবতার জন্য বস্তুবাদী আঁধার বিনাশ ও স্বৈরাচারি জুলুম দাসত্ব থেকে মুক্তি সাধনায় কারবালার শাহাদাতই সর্বকালের সর্বোচ্চ শাহাদাত ও দিক নির্দেশনা।


বক্তারা বস্তুবাদী জীবন চেতনার আঁধার, হিংসা ও সাম্প্রদায়িকতা নিপীড়নের কবল থেকে মানবতার মুক্তির লক্ষ্যে বদর, উহুদ ও কারবালার শিক্ষায় রিসালাত কেন্দ্রিক তাওহীদভিত্তিক জীবন চেতনার জাতীয় শহীদ পালনের আহ্বান জানান। তারা বলেন, আশুরার সংগ্রাম ছিল মুসলিম ছদ্মবেশী আইয়ামে জাহেলিয়াতের মিথ্যা, অবিচার, জুলুম, শোষণের বিরুদ্ধেে এবং বদর ও উহুদের সত্য ও মানবতা অধিকার রক্ষার অভিন্ন সংগ্রাম।


বক্তারা বলেন, এখনও ইয়াজিদবাদের ধারায় পবিত্র আরবভূমিতে আইয়ামে জাহেলিয়াতের গোত্রবাদী, ওহাবীবাদী স্বৈরতান্ত্রিক নিষ্পেষণে মুসলিম জাতিকে অবরুদ্ধ রাখা হয়েছে। ইসলামের ছদ্মবেশে বিকৃত মৌলবাদী, জঙ্গিবাদী, অবৈধ ফতোয়াবাজ ও বিভিন্ন স্বার্থান্বেষী মহল শাহাদাতে কারবালার শিক্ষার বিপরীতে ইসলামের নামে প্রতারণা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।


সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ সবাইকে সতর্ক করে বলেন, ইসলামের ছদ্মনামে ইয়াজিদবাদীরা সত্য, শান্তি ও মানবতার ইসলামকে বিলুপ্ত করে জিহাদ ও ইসলামী রাষ্ট্রের নামে নিরপরাধ মানুষ খুন, ধর্মের দেয়া স্বাধীনতা হরণ ও জ্ঞান-বিজ্ঞান-শিক্ষা-প্রগতি নষ্ট করে প্রকৃত ইসলাম ও সভ্যতা ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত।


সমাবেশে বক্তাগণ ইসলামের নামে-বেনামে উদ্ভূত সকল প্রকার ইয়াজিদবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মুসলিম ছদ্মবেশী, ইয়াজিদবাদী চক্রের কারণেই সত্য ও মানবতার শত্রুগণ দুনিয়াব্যাপী হত্যা, অবরোধ, নিপীড়ন ও সন্ত্রাস চালিয়ে সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করে মানবজীবন বিপন্ন করে তুলেছে।


বক্তারা মহররম আশুরার চেতনায় অটল হয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক সার্বজনীন গণতান্ত্রিক সমাজরাষ্ট্র বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, শাহাদাতে কারবালার শিক্ষা, চেতনা, বিশ্বাস, আদর্শ- নির্বিশেষে সকল মানুষের জন্য অপশক্তির কবল থেকে অস্তিত্ব রক্ষার চিরন্তন প্রেরণা।


সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।


বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com