
গাছ লাগান পরিবেশ বাঁচান- এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলি হাকিমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদসহ সকল শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২৭ আগস্ট, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হিলি রেওলয়ে স্টেশনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাহিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, হাকিমপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সদস্য চঞ্চল হোসেন, লিটন হোসেন, দৈনিক সমকালের হিলি প্রতিনিধি মুসা মিয়া, দৈনিক আমাদের সময়ের হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বাংলাটিভির হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খান, সাংবাদিক কৌসিক চৌধুরী, ইমরুল কায়েস সোহেল, বসুন্ধরা শুভ সংঘের হাকিমপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোছা. খাজিদা আক্তার জুই, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. এশা জাহান, সাংগঠনিক সম্পাদক হোজাইফা হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আফরিন সুলতানা চৈতি, কোষাধ্যক্ষ মো. মাহিন ইসলাম, প্রচার সম্পাদক মেহেক ইকবাল তাসরিফ, প্রকাশনা সম্পাদক মো. রিফাত শেখ, সাংস্কৃতিক সম্পাদক মো. মাহারাফ হাসান অমি, বন ও পরিবেশ সম্পাদক মোছা. মাহাদিন মেহেরাব হিমু, বির্তক প্রতিযোগিতার সম্পাদক মুজাহিদ প্রধান মাসুম, ক্রীড়া সম্পাদক জানাতুন ফেরদৌস ও নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু।
হিলি রেলওয়ে স্টেশনে মেহগুণি ও আমড়ার চারা রোপণ করা হয়।
বিবার্তা/রব্বানী/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]