
‘আমরা দিলাম কন্যা তোমরা দিলা বন্যা, যদি চাও মুক্তি ছাড়ও ভারত ভক্তি, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে' এমন স্লোগানে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
২২ আগস্ট, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে হিলি চারমাথা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বাহির হয়ে হিলি সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশ শিক্ষার্থীরা বলেন, ভারত ইচ্ছে করে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে ইতোমধ্যে আমাদের দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়েছে এবং তারা মানবেতর জীবন যাপন করছেন। ভারত আমাদের অতীতে ও বন্ধু ছিল না আর ভবিষ্যতেও বন্ধু হতে পারবে না বলে দাবি করেন শিক্ষার্থীরা।
বিবার্তা/রব্বানী/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]