
ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর পানিতে ডুবে সিয়াম নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
২২ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে শহরের টাঙ্গন ব্রিজের নিচে নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
শিয়াম শহরের পশ্চিম মুন্সিপাড়া মহল্লার সুমন ইসলামের ছেলে।
জানা যায়, প্রতিবেশীদের সাথে টাঙ্গন নদীতে গোসল করতে নামে সিয়াম। এক পর্যায়ে পানির নিচে তলিয়ে যায় সে। এসময় অন্যান্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের নদীর পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর শিশুটিকে পানির তল থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]