
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোজাম্মেল হক (৫৫) নামে এক সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ আগস্ট, বুধবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক ওই ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের মৃত দারাজ উদ্দীনের ছেলে। তিনি তেগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন বড়বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে মোজাম্মেল হক ও তার স্ত্রী সন্তান ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর ৫ টায় তার স্ত্রী নামাজের জন্য উঠলে স্বামীকে পাশে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেন। পরে তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় রান্না ঘরে দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত মোজাম্মেল হকের স্ত্রী বিজলি আক্তার বলেন, তার স্বামী গত ৮ মাস থেকে মানসিক রোগে ভুগছেন। এর আগে তার স্বামীকে রংপুর ও ভারতে চিকিৎসা করান। গত ১৫ দিন পূর্বে আবার স্টক করেন তার স্বামী এবং এর আগেও তার স্বামী নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সংসার জীবনে তাদের দুই সন্তান আছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, বিদ্যালয় শিক্ষক মোজাম্মেল হকের মৃত্যুর ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর ( ইউডি) মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মিলন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]