
সরকারি চাকরিতে সব ধরনের কোটা সংস্কারের এক দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন কোটাবিরোধীরা।
১৮ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কাকরাইল মোড়ে সড়কে অবস্থান নেন কোটাবিরোধীরা। ফলে কাকলারই-মালিবাগ বিজয়নগর পল্টন এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এর আগে গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায় পুলিশের সাথে কোটাবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।
এরপরও দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে কোটাবিরোধীরা। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]