রাজধানীর যেসব এলাকায় ৭ দিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৯:৩৩
রাজধানীর যেসব এলাকায় ৭ দিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সাতদিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। রাজধানীর রামপুরা সুপারগ্রিড উপকেন্দ্রে পিজিসিবির গ্রিড ট্রান্সফরমারের ক্যাপাসিটি বাড়ানোর লক্ষ্যে ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।


২৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিস্টেম কন্ট্রোল অ্যান্ড স্ক্যাডা) স্বপন কুমার ভৌমিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু এলাকায় লোড সরবরাহ আংশিক কমে যাবে, ফলে ওইসব এলাকায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে।


যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে


উলন ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে বনশ্রী, মাদারটেক, মগবাজার, তেজগাঁও, মালিবাগ, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ঝিলপাড়, জাহাজবিল্ডিং ও আশপাশের এলাকা।


মগবাজার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে মালিবাগ বাজার, কুনিপাড়া, বড় মগবাজার, দিলু এলাকা রোড, মধুবাগ, নয়াটোলা, পেয়ারাবাগ, ডাক্তার গলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও আশপাশের এলাকা।


মাদারটেক ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে সিপাহীবাগ, পূর্ব মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণ গোড়ান, বৌদ্ধমন্দির, মায়াকানন, মুগদা, ওয়াপদা গলি, মান্ডা ঝিলপাড়, মানিকনগর, কাজিরবাড়ি, আদর্শপাড়া, কদমতলা, দক্ষিণ বনশ্রীর আংশিক, গ্রিন মডেল টাউনের ব্লক-এ এবং আশপাশের এলাকা।


ধানমন্ডি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে নিউ রমনা, কাকরাইল, কারওয়ান বাজার, গ্রিনরোড, আজিমপুর, বিএসএমএমইউ, পরীবাগ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।


এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা মেডিকেল কলেজ ও আশপাশের এলাকা।


বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিপিডিসি কর্তৃপক্ষ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com