
রাজধানীর ডেমরার বক্সনগর এলাকায় কুকুরে কামড়ে ক্ষতবিক্ষত মাহিনুর খাতুন (৫) নামের এক শিশু।
২৮ এপ্রিল, রবিবার দুপুর ২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় খালেদা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বিকেল সাড়ে ৩টার দিকে।
ঢামেক হাসপাতালে শিশু মাহিনুরকে নিয়ে আসা তার মা জুলেখা বেগম জানান, আজ দুপুরের দিকে আমার মেয়ে বাসার পাশের রাস্তায় খেলাধুলা করছিল। তখন পাশের বাড়ি এক মহিলা পাঁচটি কুকুরকে খাবার দেয়। তখন শিশুটি খাবারের কাছে গেলে একটি কুকুর তার মাথা ও চুল সহ কামড়ে ধরে। আর চারটি কুকুর ওকে ঘেউঘেউ করে কামড়াতে থাকে। পরে প্রতিবেশী একজন এ দৃশ্য দেখলে তিনি বাঁশ দিয়ে কুকুরগুলিকে বেধড়ক পিটালে শিশুটিকে ফেলে কুকুরগুলো পালিয়ে যায়।
শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার মোজাম পাহাড়পুর গ্রামে। শিশুটি মতিউর রহমানের মেয়ে। বর্তমানে ডেমরা বক্সনগর পাখির বাড়ি ভাড়া বাসায় থাকে মাহিনুর। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। তার বাবা ব্যাটারি চালিত রিকশা চালক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বেওয়ারিস কুকুরের কামড়ে আহত শিশুটি চিকিৎসাধীন আছে। তবে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]