শিরোনাম
মরা পটকায় দূষিত কুয়াকাটা সৈকত
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৭:৫৬
মরা পটকায় দূষিত কুয়াকাটা সৈকত
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যটন কেন্দ্র কুয়াকাটাসৈকতসহ উপকূলের বিভিন্ন পয়েন্টে পড়ে রয়েছে মরা বিষধর পটকা মাছ। প্রতিদিন সাগরে জেলেদের জালে ধরা পড়ে হাজার হাজার পটকা মাছ। সৈকতের ঝাউ বাগান, লেবুর বন, গঙ্গামতি পয়েন্টে এসব মরা পটকা মাছ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। জ্যৈষ্ঠের গরমে পঁচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হয়ে উঠছে চারপাশের পরিবেশ।


এর ফলে পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরের জোয়ার-ভাটার টানে বিষধর ওইসব মরা পটকা মাছ গুলো কুয়াকাটার সৈকতসহ উপকূলের বিভিন্ন পয়েন্টে ধরা পড়ে। একেকটি এক কেজি থেকে দেড় কেজি ওজনের হয়।


মরা এ পটকা মাছের কারণে দেশের বিভিন্নস্থান থেকে আগত পর্যটকদের মধ্যে ক্ষোভ বেড়েছে।


জেলে মো.সনালাম হাওলাদার জানান, প্রতিদিন দু’বার জোয়ারে এসব মাছ ভেসে আসে উপকূলে। ভাটার সময় পানি নেমে গেলেও মরা মাছগুলো তীরে আটকা পড়ে। অধিকাংশ মাছ রোদে গলে যায়। এরপরই দুর্গন্ধ ছড়ায়।


পর্যটন ব্যবসায়ী আবুল হোসেন রাজু বলেন, এসব পটকা অন্য কোনো প্রাণী খেলেও মৃত্যুর শংকা রয়েছে। তাই পরিবেশ ও পর্যটনের স্বার্থেও দ্রুত মাছগুলো সৈকত থেকে অপসারণ করা উচিৎ।


এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম জানান, মাছ ধরার উপর নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞা থাকায় সাগরে জলজ প্রাণির সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। বেড়েছে পটকা মাছও। এসব পটকা মাছ জেলেদের জালে ধরা পড়ায় জেলেরা তা ছাড়িয়ে সাগরে ফেলে দেয়ায় ভেসে তীরে এসে আটকে যায়। অথবা পানির গুণগত পরিবর্তনের কারেও মাছগুলো মারা যেতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।


কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা জানান, পর্যটকদের স্বার্থে পটকা মাছগুলো সরিয়ে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।


বিবার্তা/উত্তম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com