শিরোনাম
ঝালকাঠিতে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৭, ২২:২৮
ঝালকাঠিতে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গ্রামে সাংবাদিক রমজান আলীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বড়ইয়া ইউপির ৫নং ওয়ার্ড (চল্লিশ কাহনিয়া) কাউন্সিলর মনিরুজ্জামান মনির ওরফে মনির মেম্বরকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার তাকে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার গভীর রাতে এএসপি সার্কেল (রাজাপুর-কাঠালিয়া) মোজাম্মেল হোসেন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উত্তমপুর গ্রামের মামুন মেম্বরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


এ সময় বড়ইয়া ইউনিয়ন পরিষদের মেম্বর মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে, পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।


রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, গ্রেফতারকৃত মনিরকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


অভিযোগ রয়েছে, মনির মেম্বর বড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও এক ইউপি সদস্যের শেল্টারে এলাকায় মাদক ব্যবসা, চুরি, দখল বাণিজ্য ও লুটপাটের রাজত্ব কায়েম করে আসছিলো।


গত ২৭ জুন সকালে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক মোকাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক রমজান আলী ও তার ছোট ভাই বরকতকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ইউপি সদস্য মনিরের নেতেৃত্বে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে মাথায় মারাত্মক জখম করা হয়।


এ ঘটনায় রমজান আলীর অপর ছোট ভাই আরিফ মনির মেম্বরসহ ৮ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় মনিরসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিলে সম্প্রতি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


বিবার্তা/আমিনুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com