শিরোনাম
সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন : এরশাদ
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৬
সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন : এরশাদ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।


তিনি বলেন, সরকার ভালো অবস্থানে আছে, উপ-নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। নির্বাচন সময় মত হবে।


সোমবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা সবাই এক সাথে বসার পরে সিদ্বান্ত নেবো যে, কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। বিএনপির অবস্থানের উপর নির্ভর করছে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের সিদ্ধান্ত। তবে রংপুরের নির্বাচন একটি উদাহরণ তৈরি করেছে। কোন রকম গণ্ডগোল হয়নি।


কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে সকাল সোয়া ১১টায় অবতরণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর পৌর মেয়র আবদুল বারেক মোল্লা ও স্থানীয় জাতীয় পাটিঁর সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


পরে কুয়াকাটা গ্রান্ড হোটেলে তিনি কিছু সময় অবস্থান করেন। এসময় তার সাথে ছিলেন ছেলে এরিক এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com