শিরোনাম
‘বিএনপিকে আবারো জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে’ ‌
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩১
‘বিএনপিকে আবারো জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে’  ‌
বিবার্তা প্র‌তি‌বেদক
প্রিন্ট অ-অ+

‌নি‌রপেক্ষ নির্বাচ‌নে বিএন‌পি‌কে আবা‌রো জনগ‌ণের প্রত্যাখ্যান মে‌নে নিতে হ‌বে বলে মন্তব্য ক‌রেছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।


মির্জা ফখরুল ইসলা‌ম আলমগীরের করা ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ অংশ নেবে না’ এ মন্তব্যের জবাবে শ‌নিবার বি‌কে‌লে রাজধানী মোহাম্মাদপুর বিআর‌টি‌ বাস ডি‌পো প‌রিদর্শ‌নকা‌লে ওবায়দুল কাদের এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, দু‌দিন আ‌গে ৪৩ টি ইউ‌নিয়ন, ৬ টা পৌরসভা নির্বাচন হলো। তারা পৌরসভায় পেয়ে‌ছে ১টি। এটাই তো তৃণমূল। তৃণমূ‌লে তা‌দের অবস্থান অত্যন্ত দুর্বল।


তৃণমূ‌লের প্রমাণ সর্ব‌শেষ যে ই‌লেকশন। ৪৩ টা ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে বিএন‌পি পে‌য়ে‌ছে ৫ ট‌ি। ৩১ টা পে‌য়ে‌ছি আমরা। পৌরসভায়ও আমরা পে‌য়ে‌ছি ৪ টি। কা‌জেই তৃণমূ‌লের দা‌বি ক‌রে তা‌দের লাভ নেই। তা‌দের তৃণমূ‌লের অবস্থা খুবই নাজুক।


আগামী জাতীয় নির্বাচ‌নে জ‌য়ের ব্যাপা‌রে দৃঢ় আশাবাদ ব্যক্ত ক‌রে কা‌দের ব‌লেন, তৃণমূ‌লের শ‌ক্তি, বাংলার প্রথমবা‌রের ভোটার‌দের শ‌ক্তি, নারী‌দের শ‌ক্তি সব মি‌লি‌য়ে আগামী নির্বাচ‌নে বিজ‌য়ের ব্যাপা‌রে আমরা অত্যন্ত আশাব‌া‌দী, দৃঢ়ভা‌বে আশাবা‌দি।


‌বিজেএমইএ এর সা‌বেক সভাপ‌তি আ‌তিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশ‌নে শূন্য আসনে নৌকা প্রতী‌কের প্রচার চালা‌নোর অ‌ভি‌যো‌গের জবা‌বে তি‌নি ব‌লেন, যতক্ষণ না আমা‌দের দল কাউ‌কে ম‌নোনয়ন না দে‌বে ততক্ষণ পর্যন্ত কা‌রো নৌকা প্র‌তীক ব্যবহা‌রের সু‌যোগ নেই। আমা‌দের একটা মনোনয়ন বোর্ড আ‌ছে। আ‌ওয়ামী লী‌গ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। আওয়ামী লীগ এটা ব‌লেনি। তি‌নি নি‌জেই ব‌লে‌ছেন পত্র প‌ত্রিকা মি‌ডিয়ায় এ‌সে‌ছে। ‌বিএন‌পির ম‌নোনয়ন প্র‌ক্রিয়া ও আমা‌দের ম‌নোনয়ন প্র‌ক্রিয়া ভিন্ন। তারা এভা‌বে হঠাৎ ক‌রে একজন‌কে ম‌নোনয়ন দি‌তে পা‌রে।


তি‌নি ব‌লেন, আমা‌দের ম‌নোনয়ন দেবে ম‌নোনয়ন বোর্ড দে‌বে। শেখ হা‌সিনা আমা‌দের ম‌নোনয়ন বো‌র্ডের চেয়ারপার্সন। আমা‌দের এক‌টি নিয়ম আ‌ছে। ম‌নোনয়ন বোর্ডই ম‌নোনয়ন দে‌বেন। ত‌বে সেটা সি‌ডিউল ঘোষণার পর আমরা সিদ্ধান্ত নেব।


‌তি‌নি আরো ব‌লেন, হয়‌তো সে কোথাও ব্যানার ব্যবহার ক‌রে সেখা‌নে নৌকা লা‌গি‌য়ে দিয়ে‌ছে, আমরা সেটা খ‌তি‌য়ে দেখ‌বো। সে রকম হ‌লে তি‌নি সেটা কর‌তে পা‌রেন না, যতক্ষণ পর্যন্ত আমরা পা‌র্টি থে‌কে ম‌নোনয়ন না দেই। আর এই নৌকা ব্যবহার ক‌রে‌ছে কিনা সেটাও আ‌মি দে‌খি‌নি। ত‌বে য‌দি ক‌রে থা‌কে সেটা আমা‌দের নিয়‌মের ম‌ধ্যে থা‌কে না, সেটা তা‌কে স্মরণ ক‌রি‌য়ে দেয়া হ‌বে।


সং‌বিধান প‌রিবর্তন ও সং‌শোধ‌নে সরকার কোনো ভূ‌মিকা রাখ‌তে পা‌রে না- ড. কামা‌লের এমন অ‌ভি‌যো‌গের জবা‌বে তিনি ব‌লেন, বিনা প্র‌তিদ‌ন্দ্বিতায় সংসদ সদ‌স্যদের ব্যাপা‌রে উনার আপ‌ত্তি। উ‌নি এসব সদ‌স্যকে ব‌লে‌ছেন অ‌বৈধ প্র‌তি‌নিধি। আ‌মি ড. কামাল হো‌সেন সা‌হেব‌কে সবিন‌য়ে বল‌তে চাই ১৯৭৩ সা‌লে জাতীয় সংসদ নির্বাচ‌নে আপ‌নি বিনা প্র‌তিদ্ব‌ন্দ্বিতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছি‌লেন। আপ‌নি কি তাহ‌লে সে সময় অ‌বৈধ সংসদ সদস্য ছি‌লেন?


আগামী ৫, ১০ ও ১২ জানুয়ারি আওয়ামী লী‌গের কর্মসূ‌চি‌কে সফল কর‌তে আ‌গেভাগেই দ‌লের পক্ষ থে‌কে চি‌ঠি দিয়ে রাজ‌নৈ‌তিক মাঠ দখল রাখ‌ছে কিনা সংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে কা‌দের ব‌লেন, দখল কর‌বো কেন? এটা কি দখল করা হ‌লো? আ‌মি রাজ‌নৈ‌তিক কর্মসূ‌চি দিয়ে‌ছি, মারামা‌রির কর্মসূ‌চি দিইনি। আওয়ামী লী‌গের কর্মসূ‌চি শা‌ন্তিপূর্ণ রাজ‌নৈ‌তিক কর্মসূ‌চি। অশা‌ন্তি‌তো সরকা‌রের জন্য ক্ষ‌তিকর। সরকার দা‌য়ে প‌ড়ে কেন অশা‌ন্তি ডে‌কে আন‌বে। আমা‌দের তো অশা‌ন্তির দরকার নেই।


বিবার্তা/ওরিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com