শিরোনাম
জাপায় যোগদানকারী এমপি ফরাজীর গাড়িবহরে হামলার অভিযোগ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫১
জাপায় যোগদানকারী এমপি ফরাজীর গাড়িবহরে হামলার অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সদ্য জাতীয় পার্টিতে যোগদানকারী পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পিরোজপুর থেকে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মঙ্গলবার বিকালে মঠবাড়ীয়া উপজেলার ধানিসাফা ইউনিয়ন মোড়ে এ হামলা হয়। হামলায় জাপার অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জাপায় যোগদানের পর মঙ্গলবার এমপি ফরাজী শোডাউন করে এলাকায় যাওয়ার পথে এ হামলার শিকার হন। তিনি অর্ধশতাধিক মোটরসাইকেল ও ২০টি মাইক্রোবাস নিয়ে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমবাবেশস্থলে যাচ্ছিলেন।


এ বিষয়ে সংসদ সদম্য রুস্তুম আলী ফরাজি বিবার্তাকে টেলিফোনে বলেন, আওয়ামী লীগের স্থানীয় উপজেলা চেয়ারম্যান আশরাফের নেতৃত্বে আমার ও কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা আমাদের গাড়ি ভাংচুর এ পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।



তিনি বলেন, আমাদের পূর্ব নির্ধারিত শহীদ মিনার প্রাঙ্গনে মঞ্চ, ব্যানার ও চেয়ার ভাংচুর করে সন্ত্রাসীরা।


হামলায় আহত উপজেলা জাপার সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যুব সংহতির নেতা মিজানুর রহমান দুলাল, ছোট টুকু, কামাল হোসেন, সাব্বির মৃধা, ছাত্র সমাজ নেতা ইস্রাফিলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে


পরে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করতে না পেরে সহিদ মোস্তফা খেলার মাঠে পুলিশের উপস্থিতিতে সমাবেশ করেন রুস্তুম আলী।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com