
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শাহ আমানত সেতুর কাছে শনিবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর দুইজনকে চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সেনাবাহিনী।
চট্টগ্রামের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মোস্তফা বলেছেন, সেনাবাহিনীর ওই দুই সদস্য কক্সবাজার এলাকা থেকে ইয়াবা নিয়ে আসছিল। মইজ্যারটেক এলাকায় নেমে তারা আরেকটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। তাদের হাতে বড় একটা ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে।
তিনি বলেন, তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন- সিহাব উদ্দিন ও শফিকুল ইসলাম। তারা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সিপাহী পদে কর্মরত।
বিবার্তা/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]