
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘুষ নিয়ে ভূয়া মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান, প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা।
ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে রবিবার সকালে উপজেলার পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার আলমগীর মন্ডল, এটিএম শাহজাহান মানিক, সাবেক জেল সুপার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউনিয়ন কমান্ডারের পক্ষে এম,আই আলাউদ্দিন সরকার ও ফুলবাড়ী উপজেলা কমান্ডার মজিবর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, যাচাই-বাছাই কমিটি কর্তৃক ঘোষিত ২৫৬ জনের মধ্যে ১৮-২০ জন প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন। বাকিরা ভূয়া মুক্তিযোদ্ধা। আগামী ৭ দিনের মধ্যে ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানান তারা।
বিবার্ত/সৌরভ/জ্যাকি/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]