শিরোনাম
যশোরে জনসভার মিছিলে চারজন ছুরিকাহত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৬:২১
যশোরে জনসভার মিছিলে চারজন ছুরিকাহত
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর ঈদগাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে প্রবেশের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা যুবলীগের সদস্যসহ ৪জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে।


আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, জেলা যুবলীগের সদস্য ও শহরের ওয়াপদা মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিবুল আলম (৪২), শহরের রায়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইমাম হোসেন (২২), শহরের কারবালা এলাকার ইসহাকের ছেলে বিপ্লব (৩০) ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহরের ষষ্টীতলাপাড়া এলাকার আশরাফুল কবির শিকদার (৪০)।


হাসপাতালে চিকিৎসাধীন রাজিবুল আলম জানান, প্রায় দুই হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে তারা জনসভাস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। ঈদগাহ মোড়ে পৌঁছলে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন, সাবেক ছাত্রলীগ নেতা বিপুলের নেতৃত্বে তাদের মিছিলে বাধা দেয়া হয়। বাধা দেয়ার কারণ জানতে এগিয়ে গেলে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে চারজন নেতাকর্মী আহত হয়েছেন।


যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, জখম চারজনের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে রাজিবুল ও বিপ্লব ছুরিকাহত। বাকি দুইজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে।


কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, মিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com