
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৪ বোতল জ্যাকপট ফাইন হুইস্কিসহ জয়দেব কুমার রায় (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার শিয়ালখোওয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়দেব কুমার উপজেলার বাজার এলাকার চন্দ্র রায়ের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ বোতল জ্যাকপট ফাইন হুইস্কি নামে বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে দুপুরের দিকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিবার্তা/জিন্না/সোহাগ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]