শিরোনাম
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা আমিনুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ২০:৪২
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা আমিনুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম গত শুক্রবার রাতে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার বাদ যোহর তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় বারোকোনা কবরস্থানে দাফন করা হয়েছে।


বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম এর দাফনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী নেতৃত্বে ফুলবাড়ী থানার এস আই হালিম ও তার সঙ্গিয়ফোর্স রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইছার উদ্দিন,সমাজসেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, শ্রমীক নেতা আলহাজ্ব মহাসিন আলী, কাউন্সিলর সৈয়দ আবু ফরহাদ, আব্দুল জব্বার মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ এলাকাবাসী।


আমিনুল ইসলাম স্ত্রী, ৪ ছেলে সন্তাস ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।



বিবার্তা/মেহেদী/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com