শিরোনাম
ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:০৩
ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নবজাতকটি জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলকু মালিক ও রেখা বেগম দম্পতির ছেলে।


শনিবার (৩০ডিসেম্বর) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি জেনারেল প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।


নিহত নবজাতকের মা রেখা বেগম বিবার্তাকে জানান, জন্মের পর বাচ্চা সুস্থ ছিল। দুপুরে হঠাৎ তাকে হাসপাতালের নার্স একাধারে ২টি ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার পরে একটু একটু করে শিশুটি নিস্তেজ হয়ে যায়। পরে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে জানানো হয় সে মারা গেছে।


এ ব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি বিবার্তাকে জানান, শিশুটি জন্মের পর থেকে কিছুটা অসুস্থ ছিল তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা নিষেধ করেছি। কিন্তু অসুস্থ বাচ্চাটিকে তারা কোনো চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে বাচ্চার অবস্থা আরো খারাপ হলে আমরা চিকিৎসা দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বিবার্তাকে জানান, পুলিশের কাছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আরিফ/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com