
লালমনিরহাটে ৪ জুয়াড়ি আটক
বিবার্তা প্রতিনিধি : লালমনিরহাটে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজির চওড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন, হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকার মৃত আজিত খানের ছেলে সিরাজুল হক (৩২), আনছার আলীর ছেলে কাশেম আলী (৪৫), লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান (২০) ও মোক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/জিন্নাতুল/সিদ্ধার্থ/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]