শিরোনাম
গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:২১
গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের বে-সরকারি সংস্থা বেগম রাবেয়া জনকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার ১১৫জন মেধাবী শিক্ষার্থীদের শনিবার সংবর্ধনা দেয়া হয়েছে।


রাবেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, সংস্থার প্রতিষ্ঠাতা চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, নৌ পুলিশ হেডকোয়ার্টারের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরিদা পারভিন, ইউসূফ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির, আব্দুর রাজ্জাক, নিলুফা ইয়াসমিন প্রমুখ।


সংগঠন সূত্রে জানাগেছে, গুরুদাসপুর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান ও ক্রেট প্রদান করেন সংগঠনের সভাপতি রাবেয়া বেগম।


এরমধ্যে ১৬টি উচ্চ বিদ্যালয়ের এসএসসিতে ভালো ফলাফল করা ৯৪ জন ও এইচএসসি পর্যায়ের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১জন শিক্ষার্থী সংবর্ধনা পায়।


বিবার্তা/দিলু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com