শিরোনাম
আশুলিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৭, ১০:১০
আশুলিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের আশুলিয়া ইউনিয়ন ও ইয়ারপুর ইউনিয়নের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।


আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় রবিবার রাতে আনোয়ার জং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবরের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।


সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশে উন্নয়ন করে যাচ্ছে।


বীর মুক্তিযোদ্ধা ইউনুস সিকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, ঢাকা জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ উদ্দিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম সরকার, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খোরশেদ মাদবর আলমগীর, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, মুক্তিযোদ্ধা আজগর হোসেন, ইউপি সদস্য হোসেন আলী, আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্ল্যা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, লুৎফর রহমান জয়সহ আরো অনেকে।


বিবার্তা/সাভার/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com