শিরোনাম
সৈয়দপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার এক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ০৮:২৭
সৈয়দপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার এক
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিএনপি নেতা মামনুর রশিদ (৩৫) ও তার স্ত্রী সাথী আরা (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় আটক হয়েছে এক ব্যক্তি। গ্রেফতার ওই ব্যক্তির নাম নুর মোস্তফা লাবু ওরফে নুর মোহাম্মদ সুমন (২৬)।


বুধবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর থানায় এক সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে জড়িত এক আসামীকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন পুলিশ সুপার জাকির হোসেন খাঁন।


গ্রেফতারকৃত আসামী হলো সৈয়দপুর উপজেলার পোড়াহাট তেলিপাড়া গ্রামের মোহম্মদ আলীর ছেলে- নুর মোস্তফা লাবু ওরফে নুর মোহাম্মদ সুমন (২৬)। তাকে বুধবার সকালে সৈয়দপুরের চৌমহনী থেকে গ্রেফতার করা হয়।


বুধবার বিকালে তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীরারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। তার স্বীকারোক্তি জবানবন্দী মতে জোড়া খুনের অপারেশনে তিনজন অংশ নেয়। বাকী দুজন হলেন- দিনাজপুরের বীরগঞ্জের শিবলী সাদিক (৩৬) ও তার ছোট ভাই সাগর (৩০)। তারা দুইজন বর্তমানে পলাতক রয়েছে।


পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ব্যক্তি হত্যার কারণ জানাতে পারেনি। কারণ তাকে এই হত্যা মিশনে ভাড়া করেছিল শিবলী সাদিক ও তার ছোট ভাই সাগর।


এর আগে গত ২৯ নভেম্বর সৈয়দপুর শহরের জসিম বাজার দোলাপাড়া মহল্লায় কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ তৌফিক ইমামের স্ত্রী নাদিরা আক্তারের কাছ থেকে পেট্রোল পাম্প কর্মচারী শিবলী সাদিক ও তার স্ত্রী শান্তার ভাড়া নেয়া বাড়িতে মামনুর রশিদ ও তার দ্বিতীয় স্ত্রীকে হত্যাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।


এ ঘটনায় হত্যার শিকার বিএনপি নেতা মামনুর রশীদের বড় ভাই আব্দুর রহিম বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২২।


বিবার্তা/সুজন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com