শিরোনাম
নরসিংদীর বেলাবতে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৮
নরসিংদীর বেলাবতে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদীর বেলাব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।


এ সময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলাব উপজেলার আফছাসানা জাহান জয়া নামে এক শিক্ষার্থীর সাথেও কথা বলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জেলার প্রশাসন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে কথা বলে ফরিদুপর সদর, মাদারীপুরের রাজৈর, নওগাঁ সদর, সিরাজগঞ্জের কামারখন্দ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সদর, মাগুরার শালিখা, মেহেরপুর সদর, নেত্রকোনার মদন ও নরসিংদীর বেলাব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন।


নরসিংদীর বেলাব উপজেলায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি উপকেন্দ্রের মাধ্যমে ৪৬ হাজার ১৭৮টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
এ সময় নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হক, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুনসহ বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com