শিরোনাম
কলাপাড়ায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫৩
কলাপাড়ায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় ৬টি ইউনিয়নের ১২ জন বিপদাপন্ন হতদরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে আপদ সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লবন সহিষ্ণু জাতের ১০ কেজি ধান, সার ও কিটনাশক তাদের হাতে তুলে দেয়া হয়।


ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ,ডাব্লুগঞ্জ, লালুয়া, মহিপুর ও লতাচাপলী এ ৬টি ইউনিয়নের ১২ জন দরিদ্র কৃষককে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ দেয়া হয়।


এ সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবর রহমান, মোহাম্মদ আলী, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে’র উপজেলা সমন্বয়কারী জেমস রাজিব বিশ্বাস ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ওইসব কৃষকদের দু'দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানা যায়।


বোরো চাষ বৃদ্ধির জন্য আপদ সহনশীল যেসকল জাত আছে তার ব্যাপারে চাষিদের উৎসাহিত করতেই বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে বলে জানান ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে’র উপজেলা সমন্বয়কারী জেমস রাজিব বিশ্বাস।


বিবার্তা/উত্তম/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com