শিরোনাম
‘বিএনপির জন্য সংবিধান পরিবর্তন করা হবে না’
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:০৫
‘বিএনপির জন্য সংবিধান পরিবর্তন করা হবে না’
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির জন্য সংবিধান পরিবর্তন করা হবে না। তারা না এলেও সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।


শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মেহারী ইউনিয়নের পুরকুইল গাউছিয়া হাবীবিয়া দরবার শরীফ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


আইনমন্ত্রী বলেন, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রীম কোর্ট থেকে ১৬৭ বার সময় নেয়ার পর খালেদা জিয়ার মামলার কাজ শুরু হয়েছে। এখন উনি উনার বক্তব্য দিতে গিয়ে বলছেন বাংলাদেশে ন্যায় বিচার নেই। বাংলাদেশ নাকি নাই বিচারের দেশ।


আনিসুল হক বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যায় বিচার বানানই জানেন না। তিনি ন্যায় বিচার এবং নাই বিচারের পার্থক্যও বুঝেন না। ২১ বছর ক্ষমতায় থেকেও তিনি জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেননি। এমনকি উনার স্বামী হত্যার বিচারও করেননি।


তিনি আরো বলেন, খালেদা জিয়ার আমলে ২১শে আগস্ট গ্রেনেড হামলাসহ সারাদেশের ৬৩ জেলায় বোমা হামলা হয়েছিল। এসব ঘটনার কোনোটিরই বিচার হয়নি।


মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, কসবা পৌরসভার মেয়র এমরানুর রহমান জুয়েল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.এ.জি হাক্কানি প্রমুখ।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com