শিরোনাম
জেএসসি’র ২০০ উত্তরপত্র হারালেন পরীক্ষক!
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১১:১৩
জেএসসি’র ২০০ উত্তরপত্র হারালেন পরীক্ষক!
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের দুইশ’ উত্তরপত্র। শনিবার যশোর শিক্ষাবোর্ড থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়ায় নিয়ে যাওয়ার সময় উত্তরপত্রগুলো রাস্তায় পড়ে যায়।


এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র।


জিডিতে বলা হয়, শনিবার মোটরসাইকেলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান পিটুল মিত্র। জেএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের দুইশ’ উত্তরপত্র নিয়ে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কচুয়ার দিকে রওনা হন। খাতাগুলো মোটরসাইকেলের পিছনে বাঁধা ছিল।


যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিং এর কাছে গিয়ে ওই শিক্ষক পেছনে ফিরে লক্ষ্য করেন উত্তরপত্রগুলো নেই। তিনি সেখানে খোঁজ করেন এবং যশোরে ফিরে আসেন।


বিষয়টি পিটুল মিত্র তাৎক্ষণিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রকে জানান। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে একটি জিডি করেন। জিডি নম্বর ১০৫০।


ওই শিক্ষক জানান, তিনি অনেক স্থানে খোঁজ করেছেন কিন্তু পাননি। যদি কেউ উত্তরপত্রগুলো পেয়ে থাকেন, তাহলে তার সঙ্গে (০১৮৭৪-০৯০৫৪৫) যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।


বিবার্তা/তুহিন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com