শিরোনাম
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চিরিরবন্দরে র‌্যালি
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৭:২২
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চিরিরবন্দরে র‌্যালি
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সাবধানে গাড়ি চালাব নিরাপদে বাড়ি যাব, অসাবধানতাই দুঘর্টনা এবং সারা জীবনের কান্না’ এই স্লোগান সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার দিবসটি উপলক্ষে দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


র‌্যালিটি রাণীরবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মটরশ্রমিক ইউনিয়ন অফিসের সামনে গিয়ে শেষ হয়।


দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ওসি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য আবু হান্নান ছোটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীরবন্দর মটর শ্রমিক ইউনয়নের সম্পাদক জাহাঙ্গীর আলম।


দশমাইল হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার, সাব-ইন্সপেক্টর সাদেকুর রহমান, রাশাসের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক ফজুলুর রহমান, দশমাইল হাইওয়ে থানার সকল পুলিশ কর্মকর্তাসহ র‌্যালিতে সসব শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।


অনুষ্ঠানে বক্তরা বলেন, যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স দেয়া যাবে না। আইনের প্রতি সম্মান দেখানো আমাদের সবার দায়িত্ব। ট্রাফিক আইন মেনে সবাইকে রাস্তায় যানবাহন ও নিজেদের চলাচল করতে হবে। কোনো মানুষকে যেন সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে না হয়, সে জন্য আমাদের সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।


বিবার্তা/মানিক/সোহাগ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com