শিরোনাম
শেরপুররে কৃষিমন্ত্রীর সৌর বাতি বিতরণ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৯:২৩
শেরপুররে কৃষিমন্ত্রীর সৌর বাতি বিতরণ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ীতে মেধাবী শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে সৌর বাতি করেছেন স্থানীয় সাংসদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।


শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়ন তিনি এ সৌর বাতি বিতরণ করেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে শেষ দিন শনিবার স্থানীয় সাংসদের বরাদ্দকৃত টিআর কাবিখার অর্থায়নে কৃষিমন্ত্রী উপজেলার কাকরকান্দি, রুপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নে সৌর বাতি বিতরণ করেন। তিন ইউনিয়নের ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬০ জন মেধাবী শিক্ষার্থী, ২৯ জন পিয়ন আয়া, ১৩৪ জন ইমাম, ১২৪ জন মোয়াজ্জিন, ১১ জন সেবায়েত, ১৪ জন পুরোহিত ও ২ জন ধাত্রী সর্বমোট ৯৭৪ জনকে সৌর বাতি বিতরণ করা হয়।


বিতরণের প্রথম দিন শুক্রবার কৃষিমন্ত্রী উপজেলার ৯টি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীর মাঝে তিন হাজার ৪৪৮টি সৌরবাতি বিতরণ করেন।


কৃষিমন্ত্রীর দুইদিনের কর্মসূচির সফরসঙ্গী ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনি, সেনাবাহিনীর ডিজেল প্লান প্রকল্পের ব্রিগেডিয়ার মো.শামীম, সহকারী পুলিশ সুপার মো.জাহাঙ্গীর আলম, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।


বিবার্তা/সানী/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com