শিরোনাম
জঙ্গি মারজানের বোনের শুনানির তারিখ পিছিয়েছে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৫:৫০
জঙ্গি মারজানের বোনের শুনানির তারিখ পিছিয়েছে
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর হলি আর্টিজান হামলার অন্যতম হোতা নিহত মারজানের বোন খাদিজা আক্তারের রিমান্ড শুনানির তারিখ পিছিয়েছে।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) যশোর আদালতে হাজির হয়ে খাদিজা আইনজীবী নিয়োগের জন্য সময় প্রার্থনা করেন। আদালত তার এই আবেদন মঞ্জুর করে ২৩ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।


মারজানের বোন খাদিজা নব্য জেএমবির সদস্য বলে পুলিশের দাবি।


গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ অক্টোবর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড মসজিদপাড়ার একটি ফ্ল্যাট থেকে পুলিশ তিন শিশু সন্তানসহ খাদিজাকে আটক করে। পরদিন পুলিশ খাদিজাকে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের রিমান্ডের আবেদন করে।


আদালত ১৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে খাদিজাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী পুলিশ খাদিজাকে যশোর সদর আমলি আদালতে হাজির করে।


আটকের দিনই খাদিজার দুটি শিশুসন্তানকে নানা-নানির হেফাজতে দেয় পুলিশ। তবে দুই বছরের শিশু রাজু দুগ্ধপোষ্য হওয়ায় খাদিজার কাছেই তাকে রাখা হয়।


কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন জানান, কোর্টে হাজিরার সময় শিশু রাজু খাদিজার সঙ্গে ছিল।


বিবার্তা/তুহিন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com