শিরোনাম
রাজশাহীতে দুই ফার্মেসিকে জরিমানা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১০:৪৬
রাজশাহীতে দুই ফার্মেসিকে জরিমানা
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকার দুটি ওষুধের ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ‘শামিউল মেডিসিন কর্ণার’ ও ‘ওয়াসিক মেডিকেল হল’ নামের এই দুই ফার্মেসিকে জরিমানা করা হয়।


বিভাগীয় ওষুধ তত্বাবধায়কের কার্যালয়ের কর্মকর্তারা সন্ধ্যার পর থেকে এই অভিযান চালান। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান ও রহিমা সুলতানা বুসরা ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।


বিভাগীয় ওষুধ তত্বাবধায়কের কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ারুল বাসেদ জানান, অভিযান পরিচালনাকালে এ দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ বেশকিছু ওষুধ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামিউল মেডিসিন কর্ণারকে ১০ হাজার ও ওয়াসিক মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


বিবার্তা/রিমন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com