শিরোনাম
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ২০:২৭
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় দু’টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। এসময় জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়।


রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যামাণ আদালত রজপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে সৈয়দ আক্তারুজ্জামান কোক্কার মালিকানাধীন এসইপি ব্রিকসএর ম্যানেজার মো. মোরসালিনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং সৈয়দ মো. রাহাতের মালিকানাধীন রাহাত ব্রিকসের রাহাতকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় জরিমানা পরিশোধ করলে উভয়কে মুক্তি দেয়া হয়।


ইট প্রস্তুত ও ভাটা নির্মাণ আইন ২০১৩ অনুসারে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানা গেছে। কলাপাড়া থানার এসআই স্বপনের নেতৃত্বে পুলিশের টিম এ অভিযানে সহায়তা করে।


বিবার্তা/উত্তম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com