শিরোনাম
‘অপরাধ বাড়ছে কুয়াকাটায়’
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৭:০৬
‘অপরাধ বাড়ছে কুয়াকাটায়’
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশের স্বল্পতা থাকা সত্ত্বেও নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পর্যটন নগরী কুয়াকাটা। কিন্তু বর্তমানে থানা, নৌ এবং ট্যুরিস্ট পুলিশের বিশাল বহর থাকা সত্ত্বেও আমরা শংকিত, নিরাপত্তাহীনতায় ভুগছি। বেড়েছে চোরের উপদ্রব।


কুয়াকাটায় বিট পুলিশিংয়ের উঠান বৈঠকে এসব অভিযোগ তুলে ধরেন আলোচকরা।


বৃহস্পতিবার কুয়াকাটা রাখাইন মার্কেটের সামনে কুয়াকাটার একাধিক ব্যাবসায়ী সংগঠনের উদ্যোগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মদ ভুঁইয়ার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, কুয়কাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল করিম, আরো বক্তব্য দেন, মহিপুর থানার ওসি মিজানুর রহমান, মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, সাগর মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উন্নয়নকর্মী রুমান ইমতিয়াজ তুষার, ভুইয়া মার্কেটের সভাপতি নিজাম হাওলাদার ও রাখাইন মার্কেটের সভাপতি বজলু খান প্রমুখ।


বিবার্তা/উত্তম/মাসুদ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com