শিরোনাম
গ্রামবাসীদের পাতা ফাঁদে পড়ে মরলো হাতি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৭, ১৩:১৭
গ্রামবাসীদের পাতা ফাঁদে পড়ে মরলো হাতি
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীর রানী শিমুল ইউনিয়নের বালিজুড়ি গ্রামে গ্রামবাসীদের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতির মৃত্যু হয়েছে।


রবিবার সকালে ওই এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।


বিষয়টি নিশ্চিত করে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, চলতি রোপা-আমন ক্ষেতে থোর আসায় গ্রামবাসীরা হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করার জন্য জেনারেটরের তার দিয়ে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পুরো ক্ষেত ঘিরে রাখে।


গত রাতে কোনো এক সময়ে হাতির পাল ওইসব ক্ষেতে হানা দেয়ার চেষ্টা করলে পালের একটি হাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তরিকুল।


বিবার্তা/সানী/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com