শিরোনাম
শেরপুরে পাহাড়ি ঢলে কোটি টাকার ক্ষতি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৭, ২১:২৪
শেরপুরে পাহাড়ি ঢলে কোটি টাকার ক্ষতি
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে পৌর শহরের তিন শতাধিক দোকানপাট প্লাবিত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।


সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর শনিবার উপজেলার মহারশি নদীর রামেরকুড়া এলাকায় পুরাতন একটি ভাঙ্গা বাঁধ দিয়ে প্রবলবেগে ঢলের পানি লোকালয় ও আমন ধানের ক্ষেতে প্রবেশ করে। এতে পৌর শহরের তিন শতাধিক দোকানপাট প্লাবিত হয়। এছাড়া, ১৫শ হেক্টর আমন ধান প্লাবিত হয়। তবে এই ঢলের পানি দুই একদিনের মধ্যেই নেমে যায়।


ব্যবসায়ীরা জানান, বাজার পানি প্রবেশ করায় ভেসে গেছে ভোগ্যপণ্যসহ সব ধরনের মালামাল। এ ছাড়া কাপড়, প্রসাধনী সামগ্রী, জুতাসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।


কাঁচামাল ব্যবসায়ী মারুফা ট্রেডার্সের মালিক মো. মালেক বলেন, ‘আমার দোকান প্রায় তিন ফুট ঢলের পানিতে ডুবে যায়। এতে দোকানের ভেতর থাকা পেঁয়াজ, মরিচ, রসুন, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যায়। এতে আমার প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।’


ঝিনাইগাতী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘সদর বাজারে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় ২৫০টি দোকানের প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।’


বিবার্তা/সানী/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com