শিরোনাম
ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫
ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দু’দিনের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলায় মহারশি নদীর রামেরকুড়া এলাকার পুরাতন ভাঙ্গা বাঁধ দিয়ে এ পানি প্রবেশ করেছে। শনিবার বিকেল ৫টায় রিপোর্ট লেখা পর্যন্ত পাহাড়ি ঢলের পানির অবনতি হয়েছে।


উপজেলা প্রশাসন ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারি বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীতে প্লাবন সৃষ্টি হয়। এতে শনিবার সকালে রামেরকুড়া এলাকায় নদীর তীর রক্ষার পুরাতন ভাঙ্গা বাঁধ দিয়ে প্রবল বেগে ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে।


এর ফলে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক ডুবে প্রবল স্রোতে পানি নিম্নাঞ্চলের দিকে নামতে থাকে। সকাল থেকে উপজেলা পরিষদ দুই ফুট এবং গরুহাটি ও ঝিনাইগাতী বাজার প্রায় চার ফুট পানিতে তলিয়ে যায়।


উপজেলার আহম্মদনগর এলাকার কৃষক মুক্তার হোসেন বলেন, গতবারের পাহাড়ি ঢলে আমাদের ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাধঁ মেরামত না করায় আবার ধান ক্ষেতে পানি উঠেছে।


ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম বলেন, আশা করছি পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে যাবে। তবে পানি নেমে গেলে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যাবে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।


বিবার্তা/শেরপুর/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com