শিরোনাম
মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৫
মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোর উপজেলায় শওকত আলী মন্ডল (৫৩) নামে মাদকাসক্ত এক স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন তার স্ত্রী সানুয়ারা বেগম। শওকত আলী মন্ডল ও সানুয়ারা বেগম দম্পতি উপজেলার মুন্ডুমালা এলাকার বাসিন্দা।


শুক্রবার বিকেলে গৃহবধূ সানুয়ারা বেগম পুলিশ ডেকে শওকতকে ধরিয়ে দেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত আলীর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর শনিবার সকালে শওকত আলী মন্ডলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।


তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শওকত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে তার পরিবারে অশান্তি বিরাজ করছিল। দিন দিন তার মাতলামির মাত্রা বেড়ে যাওয়ায় অতীষ্ঠ ছিল পরিবার। মাদকের টাকার জন্য শুক্রবার দুপুরে স্ত্রী সানুয়ারা বেগমকে প্রায়ই মারধর করতেন শওকত।


বাধ্য হয়ে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সহায়তায় পুলিশে খবর দেন ওই গৃহবধূ। পুলিশ গিয়ে শওকতকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে স্ত্রীর সাক্ষীর ভিত্তিতেই তাকে কারাদণ্ডাদেশ দেয়া হয়।


বিবার্তা/রিমন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com