শিরোনাম
রোহিঙ্গা গণহত্যা বন্ধে আলীকদমে মানববন্ধন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:২০
রোহিঙ্গা গণহত্যা বন্ধে আলীকদমে মানববন্ধন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের রাখাইন প্রদেশে সরকারি মদদে নির্বিচার গণহত্যা ও রোহিঙ্গাদের জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে বান্দরবানের আলীকদম উপজেলা মুরুং কল্যাণ ছাত্রাবাস।


শুক্রবার দুপুরে আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুরুং শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।


আলীকদম মুরুং কল্যাণ ছাত্রাবাস থেকে মৌন মিছিল সহকারে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়। এতে মুরুং কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক মুরুং, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং মুরুং, আওয়ামী লীগ নেতা দুংড়ি মং মার্মা, মুরুং কল্যাণ সংসদের সভাপতি মেনদন ম্রো ও উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভপতি শুভরঞ্জন বড়ুয়াসহ বিভিন্নস্তরের মুরুং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক মুরুং বলেন, মুরুং বাংলাদেশে ক্ষুদ্র জাতীসত্ত্বা। একটি ক্ষুদ্র জাতীসত্ত্বা হয়ে অপর একটি ক্ষুদ্র জাতিসত্ত্বা রোহিঙ্গাদের বাঁচাতে আমরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা রোহিঙ্গাদের নাগরিক অধিকার দেয়াসহ হত্যা, জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি।


বিবার্তা/আরমান/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com