শিরোনাম
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী : কাদের
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৭
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী : কাদের
উখিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হবে। শুক্রবার থেকে সেনাবাহিনী পুরোদমে কাজ করবে বলে বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিস্কার নয়। এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের এখনো বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। তাই, রোহিঙ্গা শরণাথীদের মধ্যে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার থেকে সেনাবাহিনী পুরোদমে কাজ শুরু করবে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘিরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি।


দ্বিতীয় দফায় ১০৭ মেট্রিক টন ভারতীয় ত্রাণ বিতরণের সময় এসব তথ্য জানান ওবায়দুল কাদের। এসময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসময় ভারতীয় হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা অরুনন্ধতি রায়, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাঙ্গীর কবির চৌধুরী নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ কেন্দ্রীয় কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।



বিবার্তা/শফিক/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com