শিরোনাম
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৮
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।


বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।


উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আনোয়ারুল হক শ্রীমঙ্গল থানার ওসি নজরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রাধা পদ দেব সজল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সারা জেলায় প্রত্যেক মণ্ডপে পুলিশ, র‌্যাব ও আনসারসহ মোবাইল ডিউটি থাকবে। রাজনগরের পাঁচগাঁও, কুলাউড়ার কাদিপুর ও মৌলভীবাজারের ত্রীণয়নীর মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ও সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা জেলায় ৯০৫ জন পুলিশ ফোর্সসহ ৭০০০ হাজার আনসার নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/আরিফ/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com