শিরোনাম
যশোরে অস্ত্র মামলায় ১৭ বছর জেল
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৮
যশোরে অস্ত্র মামলায় ১৭ বছর জেল
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের চৌগাছা থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় শামীম কাবির নামে একজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শামীম উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শামসুল হক মাস্টারের ছেলে।


বুধবার বিকেলে স্পেশাল জজ (জেলা জজ) ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন। সরকার পক্ষের মামলাটি পরিচালানা করেছেন স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ।


তিনি মামলার বরাত দিয়ে জানান, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ২০০৯ সালের ৩০ আগস্ট গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলার বেড় গোবিন্দপুর বাওড় এলাকা থেকে শামীমকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে জামতলার ডাইনের বিলের মিজানের ঘেরের অফিস রুম থেকে দুটি সার্টারগান ও তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব অস্ত্র আইনে চৌগাছা থানায় একটি মামলা করে।


তিনি আরো জানান, মামলার তদন্ত শেষে ওই বছরের ২৮ সেপ্টেম্বর শামীমকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক নিতাই চন্দ্র সাহা। সাজা একই সাথে চলার আদশে দিয়েছেন ওই বিচারক। সাজাপ্রাপ্ত শামীম পলাতক।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com