শিরোনাম
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৫
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘর পুড়িয়ে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন পালিত হয়েছে।


বুধবার দুপুরে উপজেলা সদর বাজারের প্রধান সড়কে উপজেলা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।


মানবন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানান এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।


মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপজেলা শাখার আহবায়ক মূফতি খালিছুর রহমান, যুগ্ম আহবায়ক মো. সুলতান মাহমুদ খুসরু, মাওলানা রহুল আমিন, মাওলানা আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।


বক্তব্য শেষে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর ইতিহাসের বর্বরোচিত জঘন্যতম গণহত্যা, ধর্ষণ, নির্যাতন বন্ধ ও শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন স্তরের নাগরিকরা অংশ নেন।



বিবার্তা/সানী/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com