শিরোনাম
লোহাগড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২
লোহাগড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পংকজ কুমার সরকারের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইতনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজ প্রমুখ।  

 

কর্মসূচিতে ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ইতনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র পারভেজ ক্লাস চলাকালে অশোভন আরচণ করলে তাকে শাসন করেন পঙ্কজ কুমার। ওইদিন বিকেলে তিনি নিজ বাড়ি লোহাগড়ার কুন্দসী গ্রামে যাচ্ছিলেন। পথে ইতনা কাজীপাড়া এলাকায় পারভেজসহ কয়েকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

 

পরে আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শিক্ষক বাদি হয়ে লোহাগড়া থানায় মামলা করলেও পুলিশ এখনো আসামি গ্রেফতার করতে পারেনি।

 

বিবার্তা/শরিফুল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com