শিরোনাম
পাটগ্রামে বিজিবি-বিএসএফ বৈঠক
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ২০:৪৭
পাটগ্রামে বিজিবি-বিএসএফ বৈঠক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশের অভ্যন্তরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশের ৭ বিজিবি ব্যাটালিয়নের আমন্ত্রণে হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৩৪ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার শ্রী অজয় কুমারের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৈঠকে উপস্থিত হন। এ সময় বাংলাদেশ বিজিবির একটি দল বিএসএফ ভারতীয় প্রতিনিধি দলকে লাল গালিচা অভ্যর্থনা জানান। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৭ বিজিবির টুআইসি মেজর মুহিদ-উল আলম। বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত।


এ সময় বিজিবি পাটগ্রাম উপজেলার সফিরহাট, ঠ্যাংঝারা ও কুচলিবাড়ী বিওপি কোম্পানি সীমান্ত আধুনিকায়ন করার প্রস্তাব দেন। বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান, নারী-শিশু পাচার ও গরু পারাপার বন্ধ করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।


মেজর মুহিদ-উল আলম দ্বিপাক্ষিক বৈঠকের সত্যতা নিশ্চিত করে বিবার্তাকে বলেন, সীমন্তে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ অবস্থা সৃষ্টিতে বৈঠক ফলপ্রসু হয়েছে।


বিবার্তা/জিন্না/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com