শিরোনাম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ৮ গরু আটক
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ১০:২২
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ৮ গরু আটক
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমার থেকে চোরাই পথে আনার পথে আটটি গরু আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যাটালিয়ান। শুক্রবার রাত ১২টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী আশারতলী-জারুলিয়াছড়ি এলাকা থেকে এসব গরু আটক করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ানের সুবেদার অসিত কুমার নন্দীর নেতৃত্বে টহলদল জারুলিয়াছড়িতে অভিযান চালিয়ে এসব গরু আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গহীন অরণ্যে গা ঢাকা দেয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, আটক গরুগুলো জনৈক গফুর সিন্ডিকেট মিয়ানমার থেকে অবৈধভাবে আনছিল। জারুলিয়াছড়ি, আশারতলী, চেরারকুল এলাকার অন্তত ৩০জনের একটি সিন্ডিকেট মিয়ানমার থেকে ইয়াবা, গরু অবৈধভাবে আনার কাজে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আটক গরুর বিষয়ে যাচাই বাছাই করার জন্য ব্যাটালিয়ান সদরে রাখা হয়েছে। তবে প্রভাবশালী একটি মহল বসতবাড়ির পালিত গরু অজুহাতে ছাড়িয়ে নিতে তৎপর রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন।


এদিকে শুক্রবার আশারতলী বিজিবি শামসুল আলম (৩৫) ও মো. হোসেন (২৫) নামে দুই রোহিঙ্গা নাগরিক আটক করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/নয়ন/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com