শিরোনাম
বাইশারীতে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১৩:১৯
বাইশারীতে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান
আবুল বশর নয়ন, বান্দরবান
প্রিন্ট অ-অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফানআলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। এছাড়া স্কুলের জরাজীর্ণ সড়কটি চলমান বর্ষা মৌসুমে চলাচল অনুপযোগী হয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে।


স্কুলের প্রধান শিক্ষক চাইহ্লাউ চাক জানান, ১৯৬৭ সালে উপজেলার বাইশারী ইউনিয়নের তুফানআলী পাড়া প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। দীর্ঘদিন যাবৎ এলাকায় শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। সরকারি বেসরকারি নানান কার্যক্রম সম্পাদনের পাশাপাশি সামাজিক সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠান ও শিক্ষকদের সাবলীল অংশগ্রহণ উল্লেখযোগ্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ২০০৫-০৬ অর্থবছরে পিইডিপি-২ এর অধীনে দুই কক্ষ বিশিষ্ট একমাত্র ভবনটি নির্মিত হলেও ১৯৮৭-৮৮ সালে নির্মিত পুরনো টিনশেড ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত হয়ে পড়ে। ওই ঝুঁকিপূর্ণ ভবনে প্রাক-প্রাথমিক, ১ম, ৩য় ও ৫ম শ্রেণীর নিয়মিত ক্লাস চলছে। নতুন ভবনের এক কক্ষে অফিস ও অন্য কক্ষ ক্লাস রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে।


স্কুলের সহকারী শিক্ষক নুরুল আজিম জানান, ঘূর্ণিঝড় মোরার আঘাতে পুরাতন স্কুল ভবনটিতে বর্তমানে একাধিক দৃশ্যমান ফাটল সৃষ্টি হয়েছে। যেকোন মুহূর্তে ভবনটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও বিদ্যালয়টি পাহাড়ি টিলার উপর হওয়ায় প্রবেশ পথটি কিছুটা ঢালু। ওই ঢালু পথটি চলমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এমনভাবে ভেঙেছে, প্রতিনিয়ত শিক্ষার্থীদের চলাচলে দুর্ঘটনা ঘটছে। অভিভাবক মহলের মতে, নতুন ভবন নির্মাণের পাশাপাশি স্কুলের শ্রেণিকক্ষ সম্প্রসারণ, বিদ্যালয়ে প্রবেশ পথ মেরামত ও শৌচাগার নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে।


নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ জানান, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে স্কুলের পক্ষ থেকে লিখিত কোন আবেদন পাইনি। তবে খোঁজ নিয়ে জেনেছি পুরাতন ভবনটি কিছুটা ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


বিবার্তা/নয়ন/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com