শিরোনাম
গাইবান্ধায় হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ১৯:৪৬
গাইবান্ধায় হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধায় হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মোখলেছুর রহমান, আরিফুল ইসলাম, সিদ্দিক মিয়া, আলমগীর হোসেন, আব্দুল জলিল ও সেকেন্দার আলী। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামে। আসামিদের মধ্যে আরিফুল পলাতক।


আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমান ও তার সহযোগীরা একই গ্রামের জিল্লুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি।


তিনি আরো জানান, এ ঘটনার কয়েকদিন পর পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com