শিরোনাম
চিকুনগুনিয়া রোধে ঠাকুরগাঁও পৌরসভার কর্মসূচি
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ১৬:৫৭
চিকুনগুনিয়া রোধে ঠাকুরগাঁও পৌরসভার কর্মসূচি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার আয়োজনে শহরের চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।


অনুষ্ঠানে পৌর মেয়র ফয়সাল আমিন, শিশু বিশেষজ্ঞ ডা. শাহাজাহান নেওয়াজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, কাউন্সিলরগণসহ পৌরসভার অন্যান্য সদস্য ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ে এখনো কেউ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়নি। তবে বহিরাগত অনেকে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আর সেকারণেই আগাম প্রস্তুতি হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এ সময়, পৌরসভার নিজস্ব অর্থায়নে মাসব্যাপী এ কার্যক্রম চলবে বলেও জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।


বিবার্তা/বিধান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com