শিরোনাম
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৭, ১৮:৩৮
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পানি কমতে শুরু করার সাথে সাথে কুড়িগ্রামের সব নদীর পাড়গুলিতে দেখা দিয়েছে ভাঙ্গন। এদিকে নিম্নস্থলের পানি এখনো না কমায় দুর্ভোগ কমেনি বন্যার্তদের।


ধরলা, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি কমলেও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিগত ২৪ ঘণ্টায় বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।


অপরদিকে, শনিবার সন্ধ্যায় চিলমারীর কড়াই বরিশাল চরে আলম মিয়ার স্ত্রী আছিয়া বেগম (২৭) সাপের কামড়ে মারা যায়। এ নিয়ে চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪-এ পৌঁছেছে।


এছাড়া, পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন। এর ফলে দু’দিনের ব্যবধানে রাজীবপুরের কোদালকাটি, রাজারহাটের বিদ্যানন্দ, চিলমারীর নয়ারহাটসহ বিভিন্ন এলাকায় আরো দুই শতাধিক পরিবার ঘরছাড়া হয়েছে। বিশুদ্ধ পানি, শিশুখাদ্যের সংকটের পাশাপাশি পশুখাদ্যেরও সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।


সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার জানান, ধরলা নদীতে পানি নেমে যাওয়ার সাথে সাথে উত্তর নওয়াবশ ও দক্ষিণ কদমতলা গ্রামে প্রায় ২৫টি বাড়ি ধসে গেছে।


ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের কৃষক কাচু মিয়া (৪৫) জানান, গরু-ছাগল বিক্রির ৬০ হাজার টাকা দিয়ে ২ বিঘা জমিতে পটল চাষ করেছিলেন তিনি। তবে, ৩০/৩৫ হাজার টাকার পটল বিক্রি করতে না করতেই বন্যার পানিতে সব পটল নষ্ট হয়ে গেছে তার।


সদরের যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর গ্রামের আবুল হোসেন ও আজিজ বলেন, আমরা কামলা মানুষ। হাতের কাজ করে দিন চালাই। চারদিকে পানি থাকায় এক সপ্তাহ ধরে কাজ-কাম নাই। রিক্সাও চালাবার পারি না। ধারকর্জ করি চলছি।


তবে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়নে ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকায় ভাঙনের গতি কমে গেছে।


কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, এবার ভাঙনে তার ইউনিয়নে ১ হাজার ৬৬০টি বাড়ি ভেঙে গেছে।


জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, নদ-নদীর পানি কমে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যাকবলিত পরিবারের তালিকা করা হচ্ছে। চাহিদা মোতাবেক প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণও পৌঁছে দেয়া হচ্ছে।


বিবার্তা/সৌরভ/আমিরুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com