শিরোনাম
নাটোরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১১:৪৩
নাটোরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এ উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর হাসপাতাল চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়।

 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ডা. নুরুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক শাহিনা খাতুন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা. এস এম জাকির হোসেন, গাইনি বিশেষজ্ঞ ডা. সালমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, দেশে প্রতিদিন গড়ে ১৪ জন মা প্রসবজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ হিসাবে বছরে পাঁচ হাজার ১১০ জন মা প্রসবজনিত জটিলতায় মারা যাচ্ছেন। শতকরা ৪২ শতাংশ প্রসব দক্ষ হাতে হলেও, অবশিষ্ট ৫৮ শতাংশ প্রসব বাড়িতে অপ্রশিক্ষিতদের হাতে হচ্ছে।

 

তাই গর্ভবতী মায়ের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভারী জিনিস বহন না করা, নিয়মিত টীকা নেয়ার পাশাপাশি অ্যান্টিনেটাল কেয়ার বা পোস্ট নেটাল কেয়ার নেয়া এবং বাড়িতে প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার জন্য স্বজনদের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

একই সাথে প্রসবকালীন ও প্রসব পরবর্তী বিভিন্ন জটিলতা এড়াতে বাল্য বিবাহ, অকাল গর্ভধারণ, কুসংস্কার, গতানুগতিক চিন্তাধারা প্রভৃতি সামাজিক বিষয়কে প্রতিহত করারও পরামর্শ দেন।

 

বিবার্তা/জুবায়ের/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com